দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষতির দায়িত্ব নিতে হবে কর্তৃপক্ষকে
প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৫:০১ পিএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার
বন্ধ ঘোষনা করা দারুল ইহসান বিশ্ববিদ্যাললয়ের শিক্ষার্থীদের ক্ষতির দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানালেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জেলা প্রশাসক সন্মেলনের দ্বিতীয় দিনে সচিবালয়ে শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে তিনি বলেন,শিক্ষার্থীরা ৫ লাখ টাকা ক্ষতিপূরন দাবী করতে পারবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। এছাড়া শিক্ষকের সংখ্যা বৃদ্বি এবং তাদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। জঙ্গীবাদ ঠেকাতে শিক্ষা মন্ত্রনালয় থেকে দেয়া নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানছে কি না তা তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন শিক্ষা মন্ত্রী।