ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

তিনদফা দাবিতে জাবির চিকিৎসা কেন্দ্র ঘেরাও

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:২১ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও ওষুধের মানোন্নয়নসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্র ঘেরাও করেছে বাংলাদেশ ছাত্র ইউনয়ন জাবি সংসদ।

সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চিকিৎসা কেন্দ্রের ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করেন তারা। 

এর আগে বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিকিৎসাকেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও ওষুধের মানোন্নয়ন, প্যাথলজি সেবার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি। 

ছাত্র ইউনিয়নের এসব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার ও ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রে ইয়ঙ ম্রো।

পরে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন চিকিৎসা কেন্দ্রের সামনে আসেন। এসময় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাদের দাবিগুলো উপ-উপাচার্যের সামনে উপস্থাপন করে।

অধ্যাপক আমির হোসেন শিগগিরই দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করে সংগঠনের নেতাকর্মীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে জানান ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।

ঘেরাও কর্মসূচি চলাকালে সংগঠনের সহ-সভাপতি অলিউর রহমান বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নূন্যতম প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে সেটাই কাম্য। কিন্তু এই চিকিৎসাকেন্দ্র শুধু প্যারাসিটামল ছাড়া আর কিছুই দেওয়ার ক্ষমতা রাখে না। সামান্য রোগেও প্রাইভেট হাসপাতালের শরণাপন্ন হতে হয়।’

উল্লেখ্য, সব চিকিৎসা সেবা এই ঘেরাও কর্মসূচির আওতামুক্ত ছিল।

 এমএইচ/ এসএইচ/