রংপুরে ভুয়া টেলিভিশন চ্যানেলে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ১
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার
রংপুরে ভুয়া টেলিভিশন চ্যানেলে সাংবাদিকসহ বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাশেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে পুলিশের একটি দল ভুয়া ওই টেলিভিশন চ্যানেল কার্যালয়ে অভিযান চালায়। খবর পেয়ে আগেই সেখান থেকে পালিয়ে যায় রাশেদ। পরে মঙ্গলবার ভোরে নগরীর শাপলা চত্বর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়। নগরীর নিউ সেনপাড়ায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা রাশেদ লোক ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল বলে জানায় পুলিশ।