আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৮
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার
আফগানিস্তানে বোমা হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আজ মঙ্গলবার দেশটির ফারাহ প্রদেশে বোমা হামলার ঘটনা ঘটে।
ফারাহ প্রদেশের পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব জানিয়েছে, তালেবানরা রাস্তার ধারে ওই বোমা রেখে যায়৷ তাদের টার্গেট ছিল নিরাপত্তা বাহিনী৷ কিন্তু দুর্ভাগ্যবশত একটি যাত্রীবোঝাই বাস তার শিকার হয়৷ জানা গিয়েছে, বাসটি রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল৷ বাসের অধিকাংশ যাত্রী ছিল মহিলা ও শিশু৷
সংবাদসংস্থা এএফপিকে স্থানীয় গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানিয়েছেন,স্থানীয় সময় সকাল সাড়ে চারটে নাগাদ বাসটি বালা বালুক জেলার উপর দিয়ে যাওয়ার সময় ঘটে বিস্ফোরণটি৷ তবে তালিবানরা ঘটনার নেপথ্যে কিনা তা তিনি বলতে চাননি৷ কিন্তু এলাকাটি তালিবান জঙ্গিদের ঘাঁটি৷ তাই অনুমেয় তারাই বোমাটি সেখান রাখে৷
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের পরবর্তী ছবি ছড়িয়ে পড়ে৷ তাতে দেখা গিয়েছে, বাসটির একটি অংশ উড়ে গিয়েছে৷ রক্তে মাখা মেঝেতে ছড়িয়ে মৃতদেহ৷ আহতদের উদ্ধারে এগিয়ে এসেছে স্থানীয়রা৷ তাদের একটা বড় অংশ মহিলা ও শিশু৷ পরিসংখ্যান বলছে, ২০১৮ সালের আইইডি বিস্ফোরণের জেরে হতাহতের সংখ্যা ৮৭৭ জন৷ তার মধ্যে মৃতের সংখ্যা ২৩২ জন৷ আহত ৬৪৫ জন৷
সূত্র: এএফপি
এমজে/