পাকিস্তানকে এবার হতাশ করলো নিউজিল্যান্ড
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার
শ্রীলঙ্কার ক্রিকেট টিমের উপর বোমা হামলার পর পাকিস্তানে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। দেশটি বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশকে শতচেষ্টা করেও দেশে নিতে পারেনি। এতে ক্রিকেটও যে ফেরেনি দেশটিতে। এবার নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েও খালি হাতে ফিরতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
আসছে অক্টোবরে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে, ৩টি টেস্ট ও তিনটি টি-২০ খেলবে পাকিস্তান। সবকটি খেলা-ই অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু আরব-আমিরাতে। তবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট দুবাইয়ের মাটিতে খেলতে চাইলেও, টি-২০ সিরিজটি পাকিস্তানের মাটিতে আয়োজনের চেষ্টা চালায় পাকিস্তান। এ লক্ষ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও পাঠায় পিসিবি।
তবে পিসিবির সে আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বারক্লে বলেন, আমাদের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হতাশ করবে সত্য। কিন্তু দেশটির নিরাপত্তা ব্যবস্থা এখনো সন্তুষজনক নয়। তাই আমরা আমাদের ক্রিকেট দলকে কোনো ধরণের অনিশ্চয়তার মধ্যে যেতে দিতে পারি না।’
উল্লেখ্য, নিউজিল্যান্ড ২০০৩ সালে পাকিস্তান সফর করেন। ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে লঙ্কান ক্রিকেট টিমের উপর হামলার পরই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। এরপর থেকেই দেশটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব-আমিরাতকে ব্যবহার করছে।
এমজে/