ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ০৮:২৫ এএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৯:০৯ এএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব সূত্রে জানা যায়, রশিদের নামে পুঠিয়াসহ রাজশাহীর ৫ থানাতে ডাকাতি ও মাদকের ১৭টি মামলা রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের তাড়াশ উত্তর পাড়ার মাঠে এ ঘটনা ঘটে।
র‌্যাব জানায়, টহলের সময় কমপক্ষে ১০ জনের একটি দল ঘটনাস্থলে র‌্যাবকে দেখে পালাতে চেষ্টা করে। র‌্যাব তাদের পিছু নিলে তারা র‌্যাবকে লক্ষ্য গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।
বাকিরা পালাতে সক্ষম হলেও আহত অবস্থায় আব্দুর রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন ও ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র‌্যাব -৫ এর উপঅধিনায়ক আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ/