ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জাপানে ৪৭০ জন প্রতিবন্ধীকে হত্যা করতে চেয়েছিলো হামলাকারী

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ২৭ জুলাই ২০১৬ বুধবার

জাপানে প্রতিবন্ধী সেবা কেন্দ্রে হামলাকারী সাতোসি উয়েমাতসু ৪৭০ জন প্রতিবন্ধীকে হত্যা করতে চেয়েছিলো। হামলাকারীর বাসায় অভিযান চালিয়ে তার লিখে রাখা এসব তথ্য জানায় পুলিশ। এছাড়া সে বেশ কয়েকজন রাজনীতিবিদকে চিঠি পাঠিয়ে তার ইচ্ছার কথা জানিয়েছিলো।  গেলো মঙ্গলবার শেষ রাতে জাপানের সাগামিহারা শহরের প্রতিবন্ধী সেবা কেন্দ্রের জানালা ভেঙে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাতোসি। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ২৬ জন। ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পন করে সে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পৃথিবী থেকে প্রতিবন্ধি মানুষদের নিশ্চিহ্ন করে দিতেই এ হামলা চালিয়েছেন।