ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

পোশাক বিড়ম্বনায় ধোনির স্ত্রী সাক্ষী

প্রকাশিত : ১১:১৩ এএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১১:১৪ এএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

পোশাক নিয়ে তীব্র সমালোচনায় পড়েছেন মহেন্দ্র সিং ধোনির জীবনসঙ্গী সাক্ষী। বান্ধবীর বিয়েতে লেহেঙ্গা পরে গিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঝড় বইছে।
মেয়ে, স্বামীসহ বান্ধবী পূর্ণা প্যাটেলের বিয়েতে গিয়েছিলেন সাক্ষী। তার পরনে ছিল রুপালি-গোলাপি রঙের লেহেঙ্গা। সাক্ষীর এই লেহেঙ্গা পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সমালোচনার জন্ম দেয়। যে পোশাক তিনি পরেছেন, তা ধোনির মতো কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বের স্ত্রী হিসেবে মানায়নি বলেই মতামত অধিকাংশের।

ইনস্টাগ্রামে সাক্ষীর এক অনুসারী বলেছেন, ‘ধোনি কীভাবে এমন পোশাক পরার অনুমতি দিলেন। কারণ তিনি ভদ্র ও নিপাট মানুষ। তার স্ত্রীকেও এমন হতে হবে। নইলে বাকি নারীরাও এই পথে হাঁটবেন। যদিও এটা (পোশাক) আপনার সঙ্গে মানানসই নয় সাক্ষী ম্যাম। আপনি তো আর দশজন নারীর মতো সাধারণ নন, আপনাকে সম্মান করা হয়।’
এ দিকে ধোনির জীবনসঙ্গীর পক্ষেও অনেকে মন্তব্য করেছেন। সমালোচকদের উদ্দেশে এক ভক্তের জবাব, ‘স্ত্রী হওয়ার আগে তিনি কিন্তু একজন নারী। এই ছবিতে খারাপ কিছুই নেই। খারাপ হলো তোমাদের মানসিকতা।’
এসএ/