ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

১৫ কোটি ইউরোতেও লেবানডস্কিকে ছাড়বে না বায়ার্ন

প্রকাশিত : ১১:৫০ এএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫৩ এএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

১৫ কোটি ইউরোতেও লেবানডস্কিকে ছাড়তে নারাজ বায়ার্ন মিউনিখ। পোল্যান্ডের সেরা এই ফুটবলারকে কোনোভাবেই হাতছাড়া করতে চান না বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রোমেনিজ। এর আগে বেশ কয়েকদিন ধরেই লেবনাডস্কির দলছাড়া নিয়ে জোর গুঞ্জন চলছিল। দল ছাড়তে চান, লেবানডস্কি এমন ইচ্ছা প্রকাশ করার পরই তার সাবেক ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাব বায়ার্নের সঙ্গে যোগাযোগ শুরু করে।

তবে বায়ার্ন সাফ জানিয়ে দিয়েছে, এখনই তাদের ছাড়তে নারাজ ক্লাবটি। গত মে মাসে লেবানডস্কির এজেন্ট জানায়, বায়ার্ন মিউনিখ ছাড়তে চায় লেবানডস্কি। এরপর বায়ার্ন মিউনিখ জানায়, চার বছর লেবানডস্কি বায়ার্নকে দারুণ কিছু উপহার দিয়েছে। সে আমাদের কাছে তার চলে যাওয়ার বিষয়টি জানিয়েছে। তবে আমরা এখনই তাকে ছাড়তে পারছি না।

এদিকে লেবানডস্কিকে পেতে দৌড়ঝাপ শুরু করেছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। ট্রান্সফার দিক দিয়ে চেলসি অনেক এগিয়ে রয়েছে। গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের নির্বাহী প্রধান হ্যান্স জোয়াকিম ওয়াটজকে বলেন, তারা ১০০ মিলিয়ন ইউরোতে লেবানডস্কিকে দলে ফেরত পেতে চায়। এরপরই বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়, টাকার অঙ্ক লেবানডস্কিকে ছাড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ঠ নয়। অর্থ যতই হোক, আমরা লেবানডস্কিকে ছাড়ছি না।

এমজে/