লুকা মদ্রিচকে পেতে দৌড়ঝাঁপ শুরু ইন্টার মিলানের
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ১২:৩৯ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
এবারের বিশ্বকাপে তো প্রায় একাই দলকে নিয়ে গেছেন ফাইনালে। মাঝ মাঠে বল দখলের লড়াইয়ে সবাইকে ছাপিয়ে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। তারই প্রতিদান, এবারের ক্লাব বদলের খেলায় লুকা মদ্রিচকে দলে বেড়ানোর তোড়জোর। বেশ কয়েকটি বড় দল তাকে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে। এর মধ্যে সবার শীর্ষে আছে ইন্টার মিলান।
এই গ্রীস্মেয় লুকা মদ্রিচকে দলে বেড়াতে চায় ইন্টার মিলান। সাংবাদিক গিয়ানলোকা ডি মারজিও সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে মদ্রিচের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে ক্লাবটি। বিশ্বকাপ চলাকালেই তাদের মধ্যে এই আলোচনা হয়। ক্রোয়েশিয়া দলের অন্য সদস্য ইভান পারিসিক ও মার্সেলো ব্রোজোভিকের সঙ্গেও আলোচনা হয়েছে মদ্রিচের এজেন্টের। পারিসিক ও ব্রোজোভিক এখন ইন্টার মিলানে খেলছেন।
তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপে মদ্রিচের অসাধারণ নৈপুণ্যের পর তাকে দল ছাড়বে বলেও মনে করছেন না অনেকে। এরই মধ্যে অভিজ্ঞ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো দল ছাড়ায়, ক্লাবটির অনেক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
এমজে/