ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের

প্রকাশিত : ০১:০১ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্পের সঙ্গে আলোচনাকে মূল্যহীন ও অলীক স্বপ্ন উল্লেখ করে দেশটির ঊর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে আবার আলোচনায় বসার প্রস্তাব নিচক তামাশাবিহীন আর কিছু না।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ২০১৫ সালে হাসান করা পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ট্রাম্প ভুল করেছেন। আর যুক্তরাষ্ট্রের পাতা নতুন ফাঁদে পা দেবেন না বলেও তিনি ঘোষণা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের তেল রপ্তানি বন্ধে যে উদ্যোগ নিয়েছে, তা ব্যর্থ করে দিবো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চুক্তি থেকে সরে যাওয়ায় ট্রাম্প ও তার প্রশাসনের উচিত নিজেদের ভুল স্বীকার করে আগের চুক্তিতে ফিরে আসা। এ ছাড়া তেহরানের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়। আর আলোচনার টেবিল থেকে যুক্তরাষ্ট্র সরে গেছে বলেও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কোনো ধরণের হুমকি, নিষেধাজ্ঞা বা প্রভাবে আমাদেরকে আর আপোষ করানো যাবে না।’

সূত্র: রয়টার্স
এমজে/