ইংল্যান্ডের সর্বকালের সেরা দলে নেই ভন-স্ট্রস-নাসের
প্রকাশিত : ০১:২৭ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
একক কোনো দেশ এখনো পর্যন্ত ১ হাজার টেস্ট খেলতে পারেনি। আজ সেই মাহেন্দ্রক্ষণ। সহস্রতম টেস্ট খেলার মাইলফলক ছুঁতে যাচ্ছে টেস্ট খেলার সূতিকাগার ইংল্যান্ড।
আর এই স্মরণীয় টেস্টের আগ মুহূর্তে সর্বকালের সেরা একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই দলে অনেক কীংবদন্তীর জায়গা হলেও ঠাঁই হয়নি নাসের হুসেন, মাইকেল ভন, অ্যালাইক স্ট্রুয়ার্ড ও অ্যান্ড্রু স্ট্রসের মতো কিংবদন্তীর।
আজ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, ১৮৮০ সালের গ্রেসের দল থেকে আজকের জো রুটের ব্রিটিশ দল পর্যন্ত ১০০ ক্রিকেটারকে বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী গোটা দেশের ক্রিকেট অনুরাগীরা পছন্দ মতো ক্রিকেটারদের বাছেন। সেখান থেকেই শ্রেষ্ঠ বাছাই হিসেবে ১১ জনকে বেছে নেওয়া হয়।
ব্রিটিশ ক্রিকেট বোর্ড এও জানায়, ৬০০০ জন ক্রিকেট অনুরাগীর পছন্দেই ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দলের অধিনায়ক করা হয় জো রুটকে।
এই দলে স্থান পেয়েছেন বর্তমান ইংল্যান্ড দলের তিন তারকা। অ্যালিস্টার কুক, জেমস অ্যান্ডারসন। আরও রয়েছেন সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ২ নক্ষত্র কেভিন পিটারসেন এবং গ্রেম সোয়াম। এই ২ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দলে রাখা হয়নি উইলিয়াম গিলবার্ট গ্রেস-কে। এই ব্রিটিশ দলে আছেন স্যার লিওনার্ড হাউটন, ডেভিড গোয়ার, স্যার ইয়ান বোথাম, অ্যালান নট (উইকেট কিপার), ফ্রেড ট্রুম্যান এবং বব উইলিস।
অ্যাসেজ জয়ী ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এবং অ্যান্ড্রু স্ট্রসের মতো তারকারাও নেই এই দলে। যা নিয়ে সমালোচনা হলেও ইসিবি জানিয়ে দিয়েছে, ভোটাভুটির মাধ্যমেই এই দল নির্বাচন করা হয়েছে, এখানে কোনও ব্যক্তিমত-কে প্রাধান্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল অষ্ট্রেলিয়ার কাছে ৪-০-তে অ্যাসেজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যতায় শিরোনাম দখল করেন তিনি। জো রুটের ব্যাটিং মুগ্ধ করে গোটা বিশ্বকে। আইসিসি তালিকা অনুযায়ী তিনি এখন বিশ্বের সেরা তিন টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন। স্টিভ স্মিথ এবং বিরাট কোহলির পরই রয়েছেন রুট।
সূত্র : জিনিউজ।
/ এআর /