ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ব্যাটসম্যানদের দুষছেন সাকিব

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

ব্যাটিং সহায়ক উইকেট পেয়েও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যার্থতা আজও পুড়িয়েছে টিম বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে মাত্র ১৪৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে জয়ের আশা করাটাও যে বোকামি বই আর কিছু না, তা আবারও প্রমাণিত হলো। স্যামুয়েলস-রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই বৈতরণি পাড় হয়ে যায় ক্যারিবীয়রা। এতে সিরিজেও ১-০ তে এগিয়ে যায় টিম ওয়েস্ট ইন্ডিজ।

এজন্য ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। তার মতে, এ মাঠে লড়তে হলে কমপক্ষে ১৮০ রান করতে হতো। তা করতে না পারায় হারের দায়টা ব্যাটসম্যানদেরই নিতে হবে।

ম্যাচশেষে সাকিব বলেন, শুরুতে আমরা আত্মঘাতী শট খেলেছি। গুরুত্বপূর্ণ সময়ে মূল্যবান দুই (তামিম-সৌম্য) উইকেট হারিয়েছি। এর পর আমি ও লিটন খেলাটা টেনে নিয়ে যাচ্ছিলাম। তবে পাওয়ার প্লের শেষ ওভারে পরপর দুই বলে আউট হয়ে যাই। এটি বড় ধাক্কা ছিল। প্রথমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রান উঠছিল ঝড়োগতিতে। সেই তুলনায় শেষ দিকে রানই ওঠেনি। এটিকে বড় চিন্তার বিষয় ভাবছেন বাংলাদেশ অধিনায়ক- হ্যাঁ, শেষ ১০ ওভারে কম রান হয়েছে। পরের ম্যাচে ভালো করতে হলে তা কাটিয়ে উঠতে হবে। এখন আমাদের এ নিয়েই ভাবতে হবে।

সিরিজের শেষ দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এ নিয়ে প্রথমবারের মতো মার্কিন দেশে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

এমজে/