ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে টানা চতুর্থ দিনে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় ‘হত্যার’ বিচারের দাবিতে বিক্ষোভ করছে তারা।

আজ বুধবারের এ বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বারডেম মেডিকেল কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।

এছাড়া রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মিরপুর, সায়েন্সল্যাব, ফার্মগেট, বাংলামোটর, যাত্রাবাড়ী ও উত্তরায় বিক্ষোভ চলছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বাসচাপায় সহপাঠীদের হত্যার বিচার ও নিরাপদ সড়ক দাবিতে স্লোগান দিচ্ছেন।

প্রসঙ্গত, রোববার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১৫ জন।

একে//