সারা এল টেলরের আইবিএফবি অফিস পরিদর্শন
প্রকাশিত : ১১:৪৩ পিএম, ১ আগস্ট ২০১৮ বুধবার
এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সারা এল টেলর আইবিএফবির অফিস পরিদর্শন করেছেন।
আজ বুধবার আইবিএফবির তেজগাঁওস্থ অফিস পরিদর্শন করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান আইবিএফবি’র প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ।
পরিদর্শনকালে আইবিএফবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে তিনি এর প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। বাংলাদেশের উন্নয়নে আই বি এফ বি র সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট এম এস সিদ্দিকি, ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) লুৎফুন্নিসা সৌদিয়া খান, পরিচালক এম সোয়েব চৌধুরী, পরিচালক ড. মো. মজিবুর রহমান।
এমএইচ/এসি