ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

ফের আইপিএল যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

পেশাদার ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএলের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে মারাত্মক দ্বিধা-দ্বন্ধে ভুগছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্বাচনের বছর হওয়ায় এবার দেশের বাইরে আইপিএল আয়োজন করতে চাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে দেশের বাইরে হলেও, কোন দেশে তা আয়োজন করা হবে সে বিষয়ে দ্বন্দ্বে পড়েছে আইসিসি।

ইতোমধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে, দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে দেশটির আইপিএল আয়োজনের পরবর্তী ভেন্যু। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি আইপিএল দেশের বাইরে আয়োজন করতে চায়, তবে তারা দক্ষিণ আফ্রিকার কথা ভাবতে পারে বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। উল্লেখ্য, ২০০৯ সালের আইপিএলের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। সফলভাবেই তারা সম্পন্ন করেছিল আইপিএলের দ্বিতীয় আসর।

বিসিসিআই অবশ্য পুরো আসর নয়, শুধু নির্বাচনের সময়টিই আইপিএলের কিছু ম্যাচ দেশের বাইরে আয়োজন করতে ইচ্ছুক। ভারত সরকারের নির্বাচনের তারিখ ঘোষণার ওপর তাকিয়ে আছে বিসিসিআই। এদিক্ষে দক্ষিণ আফ্রিকা ছাড়াও দুবাইয়ের কথা ভাবছে ভারত। এ ছাড়া ভাবনায় রয়েছে শ্রীলঙ্কাও।

এমজে/