ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হবিগঞ্জে ৩ শিশুকে নির্যাতনের ঘটনায় আটক ১, দায়িত্বে অবহেলায় এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৮ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪০ পিএম, ২৮ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে ৩ শিশুকে হাত-পা বেঁধে মারধরের ঘটনায়, নির্যাতনকারি শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য সদর থানার এক এসআইকে প্রত্যাহারও করা হয়েছে। বুধবার, স্থানীয়ভাবে ধারণ করা ফুটেজে শিশুদের নির্যাতনের এ চিত্র উঠে আসে। বুধবার সকালে, হবিগঞ্জ সদরের গরুর বাজার এলাকায় আব্দুল আলীর কলোনিতে মোবাইল চুরির দায়ে রুবেল, রনি ও মাহিন নামে ৩ শিশুর হাত-পা বেঁধে বেধড়ক মারধোর করে, এলাকার বাসিন্দা শাহ আলম। এক এক করে শিশুদের নির্মমভাবে পেটানো হয়। পরে পুলিশ শিশুদের আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়। নৃশংস এ নির্যাতনের দৃশ্য গণমাধ্যমে চলে আসার পর তোলপাড় সৃষ্টি হয়। দায়িত্বে অবহেলার কারণে রাতেই এসআই রাজকুমারকে প্রত্যাহার ও নির্যাতনকারি শাহআলমকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিত শিশুরা বলছে, চুরির অজুহাত দেখিয়ে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে পেটানো হয়েছে। একই অভিযোগ ভুক্তোভোগি শিশুদের স্বজনেরও। ভিডিও ফুটেজে মারধরের দৃশ্য, ¯পষ্ট বোঝা গেলেও অকপটে দোষ অস্বীকার করে শাহ আলম। পুলিশ বলছে, বিষয়টি তারা তদন্ত করছেন।