ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী অফিস

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতদের প্রতিবাদ ও নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই বিক্ষোভ করে তারা।

আগের দিনের ঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ১০টার থেকে জিরোপয়েন্টের রাস্তায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে প্রথমে রাস্তার পাশে গাড়িয়ে যায়। পরে তারা বিক্ষোভ করতে থাকে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয় নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টসহ আশপাশের সড়কগুলোতে।

আন্দোলনরত শিক্ষার্থী ইমরুল কায়েস ইশাত বলেন, আমরা নিরাপদে চলাচল করতে চাই। আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের নয় দফা দাবি মানতেই হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে একজন অভিভাবক বলেন, ‘আমি একজন মা বলছি, তোমরা সীমা লংঘন করো না, আইনের বাইরে যেও না, আমার অন্তর জ্বলছে, আমার সন্তান কোথায়?’

শিক্ষার্থীদের বিক্ষোভ কেন্দ্র করে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের চার পাশ দিয়ে পুলিশ ঘিরে রাখে।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেন। তবে অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল।’

একে//