ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

এমন নির্বাচনই চেয়েছিলাম: বুলবুল

রাজশাহী অফিস

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এমন নির্বাচনই চেয়েছিলাম বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি ও পরাজিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। নির্বাচনে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে নগর ও জেলা বিএনপির অর্ধশত নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন মোসাদ্দেক হোসেন বুলবুল।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপতিত্ব ও ভোট কারচুপির অভিযোগ তুলে বুলবুল বলেন, ‘নির্বাচনের দিন আনন্দের সঙ্গে ভোটাররা কেন্দ্রে গিয়েছিল ভোট দিতে। কিন্তু তারা কেন্দ্রে গিয়ে সরকারের আসল রূপ দেখেছে। আমরা এটাই চেয়েছিলাম। সরকারের এই রূপ জনগনকে দেখানোর জন্যই আমরা এ নির্বাচনে অংশ নিয়েছিলাম। রাজশাহী সিটি করপোরেশন এই নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধিনে করার দাবিতে কঠোর আন্দোলন গড়ে উঠবে।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পুঠিয়া উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক মিন্টু, মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলি জ্যাকি, নাহিন আহম্মেদ, জেলা ছাত্রদলর সহ-সভাপতি শাহরিয়ার আমান প্রমুখ।

তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নগর বিএনপির অনেক নেতৃবৃন্দ এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন না। যারা নির্বাচনের সময় বুলবুলের পাশে থেকে ধানের শীষের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন।

একে//