ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

জবিতে ভর্তির আবেদন শুরু ৫ আগস্ট

জবি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী  স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষের  অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ আগস্ট বেলা ১২ থেকে শুরু হবে। যা চলবে ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ইউনিট-১ বিজ্ঞান বিভাগ ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার, ইউনিট-২ মানবিক বিভাগ ভর্তি পরীক্ষা ০৬ অক্টোবর ২০১৮ শনিবার, ইউনিট-৩ বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর শনিবার। এছাড়া সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, চারুকলা বিভাগ ও ফিল্ম ও টেলিভিশন বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশ্লিষ্টভাবে হবে।

আসন সংখ্যা ইউনিট-১ বিজ্ঞান বিভাগে ৮২৫, ইউনিট-২ মানবিক বিভাগে ১২৭০, ইউনিট-৩ বাণিজ্য বিভাগে ও বিশেষায়িত বিভাগে ১৫০ টি।

একে//