সাব-স্ট্যান্ডার্ড বিদ্যুৎ সংযোগের কারণেই ৮জনের প্রাণহানি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:০১ এএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার
সাব-স্ট্যান্ডার্ড বিদ্যুৎ সংযোগের কারণেই সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৮জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমনি বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বিষয়টি জানান।
তদন্ত কমিটির প্রধান জানান, তদন্ত করার পর সাব-স্ট্যান্ডার্ড বিদ্যুৎ সংযোগের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ কারণেই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার কাছে জমা দেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকার পিডিবির সংযোগগুলো পল্লী বিদ্যুৎ সমিতিকে হস্তান্তর, লাইনগুলোকে স্ট্যান্ডার্ডকরণসহ পাঁচটি সুপারিশ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে কাদাই গ্রামে পানিতে ডুবে যাওয়া একটি টঙ দোকান উঠিয়ে অন্যত্র সরানোর সময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে আটজন নিহত হন। নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ওইদিন বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্য তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এদিকে, বুধবার একই ঘটনার তদন্তে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী রেজাউল করিমকে প্রধান করে অপর একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
একে//