পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন শেহজাদ-আকমল
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৫৮ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল পড়তে যাচ্ছেন ক্রিকেটার আহমেদ শেহজাদ ও উমর আকমল। শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে চুক্তির আওতা থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও জিতেছে সরফরাজের দল। পিসিবি তাই খেলোয়াড়দের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে বেতন-ভাতা। তবে এই সুবিধা পাবেন না শৃঙ্খলার কারণে বারবার তিরস্কৃত হওয়া উমর আকমল আর আহমেদ শেহজাদ। ঝুঁকিতে আছে পেসার ওয়াহাব রিয়াজের চুক্তিও।
গত মে মাসে পাকিস্তান কাপ চলার সময় ডোপ টেস্টে ধরা পড়েন শেহজাদ। এদিকে, উমর আকমলের ক্যারিয়ার তো শুরু থেকেই নানা বিতর্কে ভরা। নানা সময়ে নানা মন্তব্য আর কান্ড করে নিজেকে বিপদে ফেলেন আকমল। আকমল ২০১৬ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলার পর বাদ পড়েন, ওয়ানডে দলে সর্বশেষ সুযোগ পেয়েছিলেন গত বছরের জানুয়ারিতে। বর্তমানে বোর্ডের সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো নয়। ব্যাট হাতে ঘরোয়া লিগে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছেন না আকমল। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাই তার জায়গা না হওয়াই স্বাভাবিক।
এমজে/