ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সম্মানজনকভাবে বেঁচে থাকতে আজীবন চাকুরীর সুযোগদানের দাবি মুক্তিযোদ্ধাদের

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার

পরিবার-পরিজন নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকতে আজীবন চাকুরীর সুযোগদানের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ দাবি করেন তারা।  মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশ থাকার পরও চাকুরীজীবী মুক্তিযোদ্ধাদের বয়সসীমা বাড়ানো হয়নি । বয়সসীমা না বাড়ানোয় - ২ বছর পর প্রশাসন, সরকারী চাকুরী এবং আধা সরকারী কোন প্রতিষ্ঠানে চাকুরীরত মুক্তিযোদ্ধাদের পাওয়া যাবেনা।  জাতির শ্রেষ্ঠ সন্তানদের যোগ্য সম্মান দিয়ে অবসর ও পিআরএলসহ ধারাবাহিকভাবে আজীবন চাকুরীর সুযোগ দিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।