ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ভারতের ব্যাটিং ধস, কোহলির ব্যাটে স্বপ্ন দেখছে ভারত

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার

বিরাটের ব্যাটে ভর করে প্রথম টেস্ট জয়ের লড়াইয়ে থাকল ভারত৷ এজবাস্টনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮৭ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে কার্যত ইংরেজ পেসারদের সামনে দাঁড়াতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা৷ প্রথম ইনিংসে মহীরুহ হয়ে ১৪৯ রানের একটি ইনিংসে খেলে ভারতকে সম্মানজনক জায়গায় নিয়ে আসেন ক্যাপ্টেন কোহলি৷ তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে ‘মেন ইন ব্লু’৷ ৪৩ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক৷ তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন উইকেট কিপার দীনেশ কার্তিক৷ চতুর্থ দিনেই টেস্ট পকেটে পোরার জন্য ভারতের আর ৮৪ রানের প্রয়োজন৷

দ্বিতীয় ইনিংসেও ভারতের পক্ষে লড়াইটা করলেন একমাত্র বিরাট কোহলি৷ ইশান্ত-অশ্বিন পেস-স্পিনের সাঁড়াশি আক্রমণ সামলাতে না পেরে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড৷ প্রথম ইনিংসের অ্যাকশন রি-প্লে’র মতো দ্বিতীয় ইনিংসেও কুককে ফিরিয়ে ব্রিটিশ শিবিরে প্রথম ধাক্কা দিয়েছিলেন অশ্বিন৷

তৃতীয় দিনের শুরুতেই জেনিংস ও রুটকে ফিরিয়ে ইংল্যান্ডের টপঅর্ডারে ধস নামার রবিচন্দ্রন৷ জেনিংস (৮) ও রুট (১৪) দু’জনেই অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ধরা দেন৷ বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে ডেভিড মালান বিপর্যয় রোধের চেষ্টা করেন বটে, তবে ভারতীয় বোলারদের সামনে কখনই স্বস্তিতে ছিলেন না দু’জনেই৷ অল্প রানের ব্যবধানে পাঁচটি উইকেট নিয়ে ব্রিটিশ ব্যাটিং লাইনআপকে ছন্নছাড়া করে দেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা৷ দ্বিতীয় ইনিংসে ১৮০ রানেই অলআউট হয়ে যায় রুটবাহিনী৷

১৯৩ (প্রথম ইনিংসের ১৩ লিড সহ) রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ভারত৷ মুরলী বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুলরা ২০ রানের গন্ডিও পেরোতে পারেননি৷ এখান থেকে এক ক্যাপ্টেনোচিত অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফেরান বিরাট কোহলি৷ তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১১০ রান৷ জয়ের জন্য বিরাটদের প্রয়োজন ৮৪ রান৷

এমজে/