ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

মহাশ্বেতা দেবী আর নেই

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২৮ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৩ পিএম, ২৮ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

উপমাহাদেশের প্রখ্যাত সাহিত্যক ও সমাজকমী মহাশ্বেতা দেবী আর নেই। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছর বয়সী এ লেখিকা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বামপন্থী লেখক হিসেবে পরিচিত মহাশ্বেতা দেবীর লেখালেখির পাশাপাশি আদিবাসীদের সমাজ মান উন্নয়নে নিরলস কাজ করেছেন। প্রখ্যাত কবি মণীশ ঘটকের এই কন্যার জন্ম ১৯২৬ সালে ঢাকায়। তিনি ঢাকাতেই লেখাপড়া করেন। তবে ১৯৪৭ সালে দেশবিভাগের পর ভারতে চলে যান। প্রখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যকে বিয়ে করেন তিনি। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলো মধ্যে ‘অরণ্যের অধিকার’, ‘হাজার চুরাশির মা’, ‘অগ্নিগর্ভ’ অন্যতম। জ্ঞানপীঠ, পদ্মশ্রী, পদ্মবিভূষণসহ অসংখ্যা পুরস্কার পেয়েছেন মহাশ্বেতা দেবী।