ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বেপরোয়া গাড়ি না চালাতে সাব্বিরের আহ্বান

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার

বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে স্বজনহারা না করার আহ্বান জানিয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীজুড়ে গত ছয় দিন ধরে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। গত রোববার ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আন্দোলন করছে।

শিক্ষার্থীদের আন্দোলনে এর আগে সমর্থন জানিয়েছিলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। এর আগে টাইগার পেসার রুবেল হোসেনও শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন যুগিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানানোর পাশাপাশি বাস চালকদের সতর্কও করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে দেওয়া এক পোস্টে জাতীয় ক্রিকেট দলের তারকা এই ব্যাটসম্যান লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। দয়া করে মেনে চলুন। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় বাস দ্বারা ছাত্র-ছাত্রী নিহতের ঘটনায় খুবই মর্মাহত হয়েছি। সকল ড্রাইভারদের প্রতি বলছি, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কাউকে স্বজনহারা করবেন না।

এমজে/