ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

রিও অীলম্পিকে অংশ নিতে দেশ ছেড়েছে রাশিয়ান ক্রীড়াবিদরা

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৮ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৯ পিএম, ২৮ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

সমস্ত জলপনা-কলপনার অবসান ঘটিয়ে রিও অীলম্পিকে অংশ নিতে দেশ ছেড়েছে রাশিয়ান ক্রীড়াবিদরা। একশ’র কিছু বেশী ক্রীড়াবিদ নিয়ে ব্রাজিলেল উদ্ধেশ্যে রওনা দেয় রাশিয়ান অলিম্পিক দল। প্রথমে দলে ৩৮৭ জন ক্রীড়াবিদ থাকলেও ডোপিং- কেলেঙ্কারিতে অলিম্পিক বহর ছোট হয়ে আসে। দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার এযারপোর্টে রাশিয়ান অলিম্পিক কমিটির চেয়ারম্যান আলেক্সজান্ডার জুকোভ খেলোয়াড় ও কর্মকর্তাদের কোন ধরনের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেন । নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনার পরামর্শ দেন তিনি। নিষেধাজ্ঞার কারণে যারা বাদ পড়েছেন তাদের জন্যই লড়বেন বলে পতিজ্ঞা করেছেন খেলোয়াড়রা।