ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

নিজেদের হাজারতম টেস্ট স্মরণীয় করে রাখলো ইংল্যান্ড

প্রকাশিত : ১১:৫০ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার

ইংল্যান্ডকে বলা হয় ক্রিকেট খেলার জনক। সেই ইংল্যান্ডের হাজারতম টেস্ট শেষ হলো আজ শনিবার। এজবাস্টনের এই টেস্টে ভারতকে ৩১ রানে হারিয়ে হাজারতম টেস্টের সুখস্মৃতি স্মরণীয় করে রাখলো স্বাগতিক ইংল্যান্ড। পাঁচ দিনের টেস্ট ম্যাচ চারদিনেই জিতে নেয় রাণীর দেশ ইংল্যান্ড।

এজবাস্টন টেস্ট সংখ্যার হিসেবে ইংল্যান্ডের হলেও ম্যাচের বেশিরভাগ কর্তৃত্ব ছিলো ভারতের হাতে। বিশেষ করে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দুই ইনিংসে করা কাটায় কাটায় ২০০ রানে বেশ শক্ত অবস্থানেই ছিলো ভারতীয়রা। কিন্তু বেন স্টোকসের অনবদ্য বোলিং –এ শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

এজবাস্টনের শেষ ইনিংসে জয়ের জন্য ভারতের দরকার ছিলো মাত্র ১৯৪ রান। পঞ্চম দিন পুরোটাই পরে ছিলো বিজয়-কোহলি আর ধাওয়ানদের সামনে। তাই লক্ষ্যটা বেশ সহজই ছিল বলতে গেলে।

বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্ত ব্যাটিং লাইন আপ থাকা সেই ভারতই তাসের ঘরে মতো ভেঙ্গে যায়। ইংলিশ বোলারদের তোপের সামনে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া দাড়াতে পারেননি আর কেউই। কোহলি, দীনেশ কার্তিক আর হার্দিক পান্ডিয়া ছাড়া ২০ পেরোতে পারেননি আর কোন ব্যাটসম্যানই।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন কোহলি। প্রথম ইনিংসের ১৪৯ রানের সাথে দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে পুরো ম্যাচে রান করেন বরাবর ২০০। পান্ডিয়া ৩১ আর কার্তিক ২০ রান করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।

চিতেশ্বর পূজারাকে দলে না রাখার ভালোই খেসারত দিয়ে হয় ভারতকে।  ওয়ান ডাউনে নামা রাহুল প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হতাশ করে দলকে। ৬৩ রানেও ৪ উইকেট হারানো ভারত বাকি ৯৯ রান করতেই খুইয়ে ফেলে বাদবাকি ৬ উইকেট। শেষ পর্যন্ত ১৬৩ রানে আল আউট হল তারা।

নিজেদের ইতিহাসে ঐতিহাসিক হাজারতম টেস্ট ম্যাচে জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেন স্টোকস। মাত্র ৪০ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট। ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করা দুই ব্যাটসম্যান বিরাট ও পান্ডিয়ার উইকেট শিকার করেন স্টোকস। প্রথম ইনিংসের দুই উইকেট মিলিয়ে এই টেস্টে মোট ছয় উইকেট নেন এই পেসার। এছাড়াও ব্রড ও অ্যান্ডারসন মিলে সমান দুইটি করে উইকেট নেন।

একটি অর্ধশতকসহ দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেওয়ার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন ইংল্যান্ডের স্যাম কুরান।

আগামী ৯ আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে মুখোমুখি হবে দুই দল।

//এস এইচ এস//