ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

স্যামুয়েলসকে ফেরালেন সাকিব

প্রকাশিত : ০৯:০১ এএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

বাংলাদেশের দেওয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা শুভ হয়নি ক্যারিবীয়দের। স্কোরবোর্ডে ৫ রান তুলতেই হারিয়ে ফেলেছে ১ উইকেট। মূল্যবান উইকেটটি তুলে নিয়েছেন টাইগার পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। এলবিডব্লিউর ফাদেঁ ফেলে ফিরিয়ে দিয়েছেন বিধ্বংসী এভিন লুইসকে।
এর পর বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বাউন্সারে উইকেটের পিছনে ক্যাচ দেন রাসেল। ১০ বলে ১৭ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৩৩।
প্রথম দুই বলে এক চার ও এক ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ভয় দেখিয়েছিলেন মারলন স্যামুয়েলস। বিপদজনক হয়ে উঠা এ ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন সাকিব আল হাসান। বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান সাকিব। বাঁহাতি স্পিনারের বলে মিড উইকেটে ক্যাচ দেন ১০ রান করা স্যামুয়েলস। তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৪৮।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১৭ রানে ৫ উইকেট।
তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দৃঢ়তায় ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে ১৭১ রান করেছে বাংলাদেশ।  জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে  ১৭২ রান করতে হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ।  এতে শুরুতেই উইকেট খোয়ান লিটন দাস ও মুশফিকুর রহিম।  এরপর বাংলাদেশের ৪৮ রানে আউট হন সৌম্য সরকার।
একে একে লিটন, মুশফিক, সৌম্য ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন তামিম। পরে সাকিবকে নিয়ে বিপর্যয় সামাল দেন তিনি। একপর্যায়ে জমে উঠে তাদের জুটি। দলীয় ১৩৮ রানের রাসেলের শিকার বনে ফেরেন তামিম। ফেরার আগে ৪৪ বলে ৬ চারের বিপরীতে ৪ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ড্যাশিং ওপেনারের ৬ষ্ঠ ফিফটি।
তামিম ফিরলেও থেকে যান সাকিব। ইনিংসের ৩ বল বাকি থাকতে হার মানেন তিনি। কিমো পলের বলে মারতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ম ফিফটি। ৩৮ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলার পথে তিনি হাঁকান ৯ চার ও ১ ছক্কা।
শেষ পর্যন্ত ১৭১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ ও আরিফুল হক ১ রানে অপরাজিত থাকেন।
এসএ/