বিষণ্ন মনকে প্রশান্তি দিবে আকাশের রং: গবেষণা
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

সবাই জানে, আকাশে সাতটি রং মিলে রংধনুর সৃষ্টি হয়। আর আকাশের এই রঙগুলো মানুষের মনের ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলে। এমনকি প্রতিদিনের ব্যস্ততার মাঝে বিষণ্ন মনকে প্রশান্তি দিতে পারে এই আকাশের রং।
গবেষণায় বলা হয়েছে, সূর্যের আলোর সাত রঙের কারণে পৃথিবীর বিভিন্ন বস্তু তার আলাদা আলাদা রং ধারণ করে। তাই আমরা একেক বস্তুকে একেক রঙে দেখে থাকি। আলোর সাত রং মানুষের মনের ওপর নানা প্রভাব ফেলে। শরীর ও মনের প্রশান্তি আনার ক্ষেত্রেও এসব রং ভূমিকা রাখে। তাই বলা হয়, দিনে একবার হলেও আকাশের দিকে তাকান।
নীল রং
গবেষণাদের মতে, দিন বা রাতের যে কোনও সময় আকাশের দিকে দেখলে যে কোনও মানুষের মন ভালো হয়ে যাবে। মাথার ওপর বিস্তৃত ওই আকাশের রং নীল। আর এই কারণেই নীলকে প্রশান্তির রং হিসেবে চিহ্নিত করা হয়।
হাসপাতাল বা ক্লিনিকে প্রতিদিন ব্যবহার্য অধিকাংশ বস্তুর রং নীল সেই সঙ্গে দেয়ালেও। সেবা নিতে হাসপাতালে যাওয়া রোগীদের মানসিক প্রশান্তির বিষয়টি মাথায় রেখেই নীল রং ব্যবহার করা হয়।
অন্য এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের পছন্দের তালিকার শীর্ষে নীল রং থাকে, তাদের ওজন তুলনামূলক কম হয়। অনেক বেশি নির্ভরযোগ্য, দায়িত্ববান এবং উচ্চগুণসম্পন্ন ব্যক্তি হন তারা।
লাল রং
এদিকে ভালোবাসার প্রতীক লাল। এই রং হচ্ছে উষ্ণ, জীবন্ত, ইতিবাচক ও উত্তাপের প্রতীক। এই রং কোষের বৃদ্ধি এবং কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই লাল রং নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা বলেন, যখনই ক্লান্ত হয়ে পড়বেন, তখনই লাল রঙের বস্তু দেখুন। তাতে কাজের ইচ্ছে বেড়ে যাবে।
হলুদ রং
পাকস্থলী, যকৃত এবং অন্ত্রের অবস্থান বুঝতে হলুদ রং ব্যবহার করা হয়। মস্তিষ্ককে জাগ্রত রাখতে ও মনোযোগ বাড়াতে সাহায্য করে এই রং। মানসিকভাবে অনুপ্রেরণা যোগায় এটি। উচ্চ মানসিকতা উদ্দীপকের প্রতীক হলুদ। তাই ব্যস্ত সময় মস্তিষ্কে কার্যক্রমসচল রাখতে এবং অসময়ে ঘুমের প্রবণতা দেখা দিলেই যে কোনও হলুদ বস্তুর দিকে তাকাতে বলেন গবেষকরা।
কমলা রং
সূর্যের প্রকৃত রং কমলা। একে উষ্ণ ও উৎসাহদায়ক রং হিসেবে চিহ্নিত করা হয়। আবার লাল ও হলুদ রঙের সমন্বয়ে কমলা রং তৈরি হয় বলে এতে ওই দুই রঙের কিছুটা প্রভাব রয়েছে। ফলে জ্ঞান এবং শারীরিক শক্তির সমন্বয়ে ভূমিকা রাখে কমলা রং।
সবুজ রং
বিশ্বের বেশিরভাগ গাছ, ঘাস, লতাপাতার রঙই সবুজ। তাই একে প্রকৃতির রঙ বলা হয়। মস্তিষ্কের প্রশান্তির জন্য সবুজ রঙের বিকল্প নেই। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে এই রং। পেশি ও স্নায়ুচাপ কমানোর পাশাপাশি সব ধরনের চিন্তা থেকে মুক্তি দিতে সাহায্য করে সবুজ।
গোলাপী রং
মানুষের চিন্তায় ইতিবাচক প্রভাব ফেলে গোলাপী রং। বিরক্তি ও রাগ কমাতে এই রঙে ভূমিকা অনন্য। তাই যে কোনও কারণে রেগে গেলে গোলাপী রঙের কিছু দেখুন। নতুবা রাগ ভয়ঙ্কর পর্যায়ে উন্নীত হলে বড় অসুখ হয়ে যেতে পারে।
সাদা রং
শুদ্ধতা ও বিশ্বাসের প্রতীক সাদা। যে কোনও বিষয়ে ইতিবাচক চিন্তা করতে ভূমিকা রাখে এই রং। তাই সব ধরনের নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে ঘরে সাদা রঙের বস্তুর সংখ্যা বাড়িয়ে দিন।
সূত্র : বর্তমান।
কেএনইউ/