ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বান্ধবীকে উপহার দিতে পারেন রাশি অনুযায়ী!

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে বান্ধবীকে কোন উপহার দিলে সম্পর্ক আরও গভীরতার দিকে এগোবে তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই মনে। পাশাপাশি, ফ্রেন্ডশিপ দিবসের দিন বান্ধবীর মন কীভাবে জয় করা যায় তার চিন্তাও রয়েছে বহুজনের! সমস্যা সামাধানে এক রাস্তা বলে দিচ্ছে জ্যোতিশশাস্ত্র। রাশিফল অনুযায়ী জেনে নিন কোন রাশির নারীদের কোন ধরণের উপহার পছন্দ।

মেষ ও বৃষ-
মেষ রাশির জাতকদের রোমাঞ্চকার কোনও বিষয় পছন্দ ফলে সেই মত উপহারও তারা পছন্দ করেন। অন্যদিকে বৃষ রাশির জাতকদের গয়না জাতীয় কিছু উপহার দিলে তারা বেশি খুশি হন। ফলে বান্ধবী যদি মেষ বা বৃষর মধ্যে কোনও একটি রাশির জাতির হয়, তাহলে এখনই ভেবে ফেলুন কোন উপহার দেবেন!

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতিকারা পছন্দ করেন সঙ্গ। আপনার বান্ধবীটি যদি মিথুন রাশির জাতিকা হন, তাহলে ফ্রেন্ডশিপডের দিন পুরো সময়টাই তাকে দিন। কর্কট রাশির জাতিকারা পারফিউম জাতীয় জিনিস পছন্দ করেন। এছাড়াও রান্না করার কোনও জিনিস এঁদের উপহার দিলে এঁরা খুশি হন।

সিংহ ও কন্যা-
কন্যা রাশির জাতিকারা সাধরণত সিনেমা বা সাহিত্য সম্পর্কীয় জিনিস পছন্দ করেন। তাই তাদের দিতে পারেন, ফিল্মের ভিডিও বা কোনও বই। অন্যদিকে সিংহ রাশির জাতিকারা পোশাকের বিষয়ে আগ্রহী। উপহারে এঁদের পোশাক দিতে পারেন।

তুলা ও বৃশ্চিক-
তুলা রাশির জাতিকারা সব সময়েই পছন্দ করেন সাংস্কৃতিক বিষয়। পাশাপাশি তারা বিলাসী জিনিসের প্রতি আকৃষ্ট হন। ফলে বোঝাই যাচ্ছে কোন ধরনের উপহার এই রাশির জাতিকারা পছন্দ করেন। প্রসাধনীতে বিশেষ আকর্ষণ রয়েছে বৃশ্চিক রাশির জাতিকাদের। ফলে প্রসাধনী দিলে বৃশ্চিক রাশির জাতিকারা খুশিই হন।

ধনু ও মকর
কোথাও বন্ধুরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া, ধনু রাশির জাতিকরা এতেই খুশি। অন্য দিকে মকর রাশির জাতিকরা ফুল জাতীয় জিনিস পছ্নদ করেন। ফলে বুঝেই যাচ্ছেন যে, কোন জিনিস দিলে মকর রাশির জাতিকারা খুশি হতে পারেন!

মীন ও কুম্ভ-
মীন রাশির জাতিকারা সৃষ্টিশীল বিষয় পছন্দ করেন। কোনও শৈল্পিক গুণ সম্পন্ন এদের আগ্রহ অনেক বেশি। কুম্ভ রাশির জাতিকারা পছন্দ করেন একটু বিলাসী জিনিস। তাই এদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হলো বই।

তুলা ও বৃশ্চিক-
তুলা রাশির জাতিকারা সব সময়েই পছন্দ করেন সাংস্কৃতিক বিষয়। পাশাপাশি তারা বিলাসী জিনিসের প্রতি আকৃষ্ট হন। ফলে বোঝাই যাচ্ছে কোন ধরণের উপহার এই রাশির জাতিকারা পছন্দ করেন। প্রসাধনীতে বিশেষ আকর্ষণ রয়েছে বৃশ্চিক রাশির জাতিকাদের। ফলে প্রসাধনী দিলে বৃশ্চিক রাশির জাতিকারা খুশিই হন।

ধনু ও মকর-
কোথাও বন্ধুরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া, ধনু রাশির জাতিকরা এতেই খুশি। অন্য দিকে মকর রাশির জাতিকরা ফুল জাতীয় জিনিস পছ্নদ করেন। ফলে বুঝেই যাচ্ছেন যে, কোন জিনিস দিলে মকর রাশির জাতিকারা খুশি হতে পারেন!

মীন ও কুম্ভ
মীন রাশির জাতিকারা সৃষ্টিশীল বিষয় পছন্দ করেন। কোনও শৈল্পিক গুণ সম্পন্ন এদের আগ্রহ অনেক বেশি। কুম্ভ রাশির জাতিকারা পছন্দ করেন একটু বিলাসী জিনিস। তাই এদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হলো বই।

তবে অনেকে এই রাশিকে বিশ্বাস করে না। এটা অনেকে এটা অনুযায়ী সফলও হয়েছেন।

তথ্যসূত্র: ওয়োন ইন্ডিয়া বাংলা।

এসএইচ/