পুঁজিবাজারের সব খবর
দেশের পুঁজিবাজারে দরপতন
প্রকাশিত : ০৭:৫২ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার
সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৯৪টির, আর ২৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার ৩৫৭ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬৫৯ কোটি ২২ লাখ টাকা।
সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৯টির, আর ১৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
নতুন শেয়ারের লেনদেন-
সেকেন্ডাারি মার্কেটে আমান কটন ফাইব্রস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে ৬ আগস্ট। আইপিও’র শেয়ার সমন্বয় করলে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা।
শেয়ারের দরবৃদ্ধি নিয়ে প্রশ্ন
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিটি এই জবাব দেয়।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন-
পুুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট। সভায় ৩০শে জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
এপেক্স টেনারি-
পুুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স টেনারি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
স্বাভাবিক লেনদেন শুরু
রেকর্ড ডেটের পর গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে ৬ আগস্ট। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।
শেয়ার কেনার ঘোষণা-
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে তিনি এ শেয়ার কিনবেন।
শেয়ার বিক্রির ঘোষণা-
ফনিক্স ফাইন্যান্সের একজন পরিচালক ১০ লাখ এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৮৮ হাজার ৫০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তারা এই শেয়ার বিক্রি করবেন।
এসএইচ/