ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ক্যারিবীয় শিবিরে মুস্তাফিজের আঘাত

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৪৫ এএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার

ক্যারিবীয় শিবিরে আঘাত হেনেছেন কাটার বয় মুস্তাফিজুর রহমান। ডানা মেলার আগেই আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দিয়ে উইন্ডিজ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন বিস্ময়বালক মুস্তাফিজ।

এদিকে ৪ ওভারে ২৬ রান তুলতেই এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেছে উইন্ডিজ শিবির। ওপেনিং জুটিতে ওয়াল্টন ও ফ্লেচার ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিলেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে টাইগাররা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

আগের ম্যাচে ১৭১ রান তোলা টাইগাররা এ ম্যাচে করেন ১৮৪ রান। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করছে ক্যারিবীয়রা। তাদের সংগ্রহ ৪ ওভার ৩ বলে ২৮ রান।

এমজে/