ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০১:০৭ পিএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে সাকিব-তামিমদের জয়ের পরপরই অভিনন্দন বার্তা পাঠান তিনি।

সিরিজের শেষ ম্যাচ ক্যারিয়ানদের ১৮৫ রানের লক্ষ্য দেয় সফরকারী বাংলাদেশ। জবাবে ১৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পরে বৃষ্টি আইনে ১৮ রানের জয় পায় বাংলাদেশ।

তিনম্যাচ সিরিজের দুইটি ম্যাচে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। এর আগে একদিনের সিরিজেও জয় ছিনিয়ে মাশরাফি-তামিমরা।

টিআর/