ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯১
প্রকাশিত : ১১:৫৬ এএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার
ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লমবোক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ’ মানুষ। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানা, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭। এরপর সুনামি সর্তকতাও জারি করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। ভূমিকম্পের পর আরও দু’টি পরাঘাত লোকজনকে রীতিমত আতঙ্কিত করে তোলে। উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।
এক সপ্তাহ আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন। সেসময় পাহাড়ধস হয়ে দ্বীপটির বিভিন্ন এলাকায় কয়েকশ’ পর্যটক দীর্ঘ সময় আটকাও পড়েছিলেন, যদিও পরে তাদের উদ্ধার করা হয়। এদিকে ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে গত রোববারের ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১৩০টি ভূকম্পনের ঘটনা ঘটে। ভূমিকম্পের ঘটনায় সুনামির সতর্কতাও জারি করে দেশটির সরকার।
সূত্র: বিবিসি
এমজে/