বন্যার কারণে নিত্যপণ্য বাজারে দাম বেড়েছে পণ্যের
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৯ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:০৩ পিএম, ২৯ জুলাই ২০১৬ শুক্রবার
দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারনে নিত্যপণ্য বাজারে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। বেগুন পটল সহ বেশ কিছু সবজি কেজীতে ৫ টাকা বেড়েছে। তবে কাচাঁমরিচের দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। লিটারে ২ টাকা দাম বেড়েছে ভোজ্য তেল। তবে গেলো সপ্তাহের দর-দামেই বিক্রি হচ্ছে ডাল, পেঁয়াজ, আদা রসুন ও মাংস।
বাজারে প্রায় সব সবজির দামই বেড়েছে ৫ টাকা করে। বেগুন, পটল, ঝিঙ্গে কেজি প্রতি ৫ টাকা বেশী দরে বিক্রি করছেন দোকানিরা। আর কাচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
মাছের বাজারও বেশ উর্ধমুখি। ছুটির দিনটিতে ব্যবসায়ীরা দাম ইচ্ছেমতো হাঁকান বলে অভিযোগ ক্রেতাদেরা।
এদিকে পেয়াজ,রসুন আদার দাম আগের মতো হলেও ভোজ্য তেলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা।
এছাড়া গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতই।