ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

কেন্দ্রীয় কারাগার থেকে আনুষ্ঠানিকভাবে কেরানীগঞ্জের কারাগারে বন্দি স্থানান্তর হচ্ছে

প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৯ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:১৮ পিএম, ২৯ জুলাই ২০১৬ শুক্রবার

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর কারাগারে বন্দি স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ছয় হাজারের বেশি বন্দীকে আজ ও কাল একযোগে স্থানান্তর করার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের নিরাপত্তায় ডিএমপির দুই হাজার পুলিশের সাথে রয়েছে বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার বিগ্রেড সদস্যরা। মুগল সুবেদার ইব্রাহিম খান ঢাকায় বর্তমান চকবাজারে একটি দুর্গ নির্মাণ করেন। পরবর্তী সময়ে দুর্গটি ছিলো ঢাকার নায়েব নাজিমের আবাসস্থল। ১৭৮৮ সালে দুর্গের অভ্যন্তরে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণ এবং পরে সেটিকে কারাগারে রূপাšর করা হয়। পরবর্তী সময়ে কারাগারটি পরিনত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বন্দি সংখ্যার আধিক্য বিবেচনায় দেশের সর্ববৃহৎ এই কারাগারের ধারণক্ষমতা ২ হাজার ৮২৬ জন হলেও স্থানান্তরের আগে সেখানে ছিলেন প্রায় আট হাজার বন্দী। শুক্রবার সকাল থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই কারাগারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বন্দিদের স্থানান্তর করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার নারী-শিশু, যুদ্ধাপরাধী, ভিআইপি, জঙ্গি ও আসামীদের গাজিপুরের কাসিমপুর কারাগারে নেয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন। জাতিসংঘের শর্ত অনুযায়ী কারা বন্দিদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান আইজি প্রিজন।