ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

প্রযুক্তিতে আসক্তি বাড়ছে, কমছে বই পড়ার আগ্রহ

প্রকাশিত : ০৮:৪১ এএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৮:৪১ এএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার

গেলো এক দশকে প্রযুক্তিতে আসক্তি যতটা বেড়েছে, ততটাই কমেছে বই পড়ার আগ্রহ। এতে ক্রমেই সংকুচিত ও সংবেদনহীন হয়ে পড়ছে মানুষ। ফলে এখন সমাজের সামনে ভয়াবহ সমস্যা হিসেবে হাজির হয়েছে উগ্রবাদ। বিশেষজ্ঞরা বলছেন, বই পড়ে জানার যে সুযোগ তৈরি হয়, তাতে কেবল সহিষ্ণুতা ও সৃজনশীলতাই বাড়ে না, আলোকিত হয় গোটা সমাজও। মানুষের কল্পনা শক্তিকে বিস্তৃত করে বই, যোগাযোগ প্রযুক্তি ব্যবহার কিংবা টেলিভিশন দেখে যে সুযোগ ঘটে না। আর এই বই চিন্তাকে বিশাল জগতে নিয়ে ব্যক্তির সৃজনশীলতাকেও বাড়িয়ে দেয় বহুগুণ। তবে গেলো এক দশকে প্রযুক্তিতে আসক্তিতে তরুণদের পাঠোভ্যাস অনেকটাই কমিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও অধিকাংশ তরুণের মতে, পর্যাপ্ত পাঠাগার না থাকাই এর অন্যতম কারণ। এ প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি পাড়া-মহল্লায় সরকারি ও বেসরকারি উদ্যোগে পাঠাগার স্থাপনের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর প্রত্যেককে পাঠে উৎসাহিত করতে যেকোনো উপলক্ষ্যে ভালো বই উপহার দেয়ার পরামর্শ তাদের।