চীনে কয়লাকনি বিস্ফোরণে নিহত ৪
প্রকাশিত : ১২:০৩ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার
চীনের দক্ষিণাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় চার খনিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছেন আরও অন্তত নয়জন। দেশটির গুইঝৌ প্রদেশের জিমুজিয়া কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বেসরকারি পান্নান কোল ইনভেস্টমেন্ট কোম্পানি গুইঝৌর পানঝৌ শহরের এই খনিটি পরিচালনা করে আসছে। এদিকে বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। গুইঝৌ জ্বলানি মন্ত্রণালয়ের ফাইলে পাওয়া তথ্য থেকে জানা গেছে, এপ্রিলের শেষ দিকে স্থানীয় কর্তৃপক্ষ খনিটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর বেশ কিছু সংস্কারের নির্দেশ দিয়েছিল।
এসব বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পান্নান কোম্পানির সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। পানঝৌ শহর কর্তৃপক্ষও ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে আটকেপড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনী। এর আগে জুনে চীনে লিয়াওনিং প্রদেশে এক লোহার খনিতে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিল।
সূত্র: শিনহুয়া
এমজে/