মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল।
বঙ্গবন্ধুকে হত্যার রাজনীতি বিএনপি-জামাত ধারণ করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে- উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি-অগ্রগতি-প্রগতি বিএনপি-জামাত সহ্য করে না। এরা সুযোগ পেলেই মিথ্যাচার করে, গুজব রটিয়ে, উস্কানী দিয়ে দেশে সংঘাত-সংঘর্ষ তৈরির অপচেষ্টা চালায়।’
আজ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী: জাতীয় শোক দিবস’ উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিশুদের নিষ্পাপ পবিত্র আন্দোলনকে বিএনপি-জামাত গুজব রটিয়ে উস্কানি দিয়ে কলংকিত করার অপচেষ্টা চালিয়েছিল।
তিনি বলেন, ‘৭১ এর খুনী, ৭৫ এর খুনী, ২১ আগস্টের খুনী পকিস্তানপন্থী বিএনপি-জামাতকে রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে বিতাড়িত করতে হবে।’
জাসদের কার্যকরী সভাপতি এড. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, এড. শাহ জিকরুল আহমেদ, এড. হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।
সভাপতির ভাষণে এড. রবিউল আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা বাঙালি জাতির ইতিহাসের সবচাইতে কলংকজনক ঘটনা। ইতিহাসের সবচাইতে বড় ট্রাজিডি।’
তিনি আরও বলেন, বিএনপি-জামাতের নিজস্ব কোনো রাজনীতি নেই, বাংলাদেশের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করাই বিএনপি-জামাতের রাজনীতি।
শিরীন আখতার এমপি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে রাজনীতি খুনি মুস্তাক-জিয়া শুরু করেছিল তার বিরুদ্ধে জাসদ সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিল।’
সূত্র : বাসস
এসএ/