ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

মুস্তাফিজুরের পারফরম্যান্সে খুশি মুম্বাই ইন্ডিয়ান্স

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

মুস্তাফিজুর রহমানের অসাধারণ কামব্যাকে ব্যাপক খুশি হয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস। ওয়েস্ট ইন্ডিজ সফরটা বেশ ভালোই কেটেছে মোস্তাফিজুর রহমানের। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছিলেন বাংলাদেশের বোলিংয়ের। তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ১৩।

ওয়ানডে সিরিজের চেয়েও টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজ ছিলেন বেশি কার্যকর। ২০ ওভারের ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে মোস্তাফিজের ভূমিকা অনেকটাই আড়ালের নায়কের। ইকোনমি রেটটা খুব ভালো বলা না গেলেও তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই মোস্তাফিজ একেবারে প্রয়োজনের সময় দলকে এনে দিয়েছেন উইকেট। ৩ ম্যাচে ৮ উইকেট তুলে নেওয়া কোনো বিচারেই সাধারণ পারফরম্যান্স বলা চলে না।

এর আগে এবারের আইপিএলে নিজেকে চেনাতে ব্যর্থ হয়েছেন মুস্তাফিজ। তবে টি-২০’র সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে হারানো সিরিজে মুস্তাফিজের পারফরম্যান্স মুম্বাইকে আবারও আশাবাদী করে তুলেছে।

এমজে/