এবার জার্মান দলকে বিদায় বললেন গোমেজ
প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার
রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া জার্মানির জাতীয় দলে আরও একটা বড় ধাক্কা এল। মেসুত ওজিলের পর এবার দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্ট্রাইকার মারিও গোমেজ।
জার্মানির হয়ে ৭৮ ম্যাচে ৩১ গোল করা এই তারকা জানিয়েছেন, কোচ চাইলে ২০২০ ইউরো খেলবেন তিনি। গোমেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়ে বলেন, `আমার আন্তর্জাতিক ক্যারিয়ার সহজ ছিল না। সব সময় সফলও হইনি আমি। তবে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। অবসরের উপযুক্ত সময় এখনই। নিজেদের স্বপ্নপূরণ করার জন্য তরুণ ফুটবলারদের সুযোগ করে দিতেই আমি অবসর নিয়েছি।`
২০০৭ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু হয় গোমেজের। ২০০৮ সাল থেকে ফুটবলের পাঁচটি বড় টুর্নামেন্টের দলে ছিলেন। তবে চোটের কারণে ২০১৪ বিশ্বকাপে খেলতে পারেননি গোমেজ। এরপর ২০১৬ ইউরো ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলে সুযোগ পান। জাতীয় দলে তার সেরা সাফল্য ২০০৮ ইউরোতে রানার্স আপ হওয়া।
এমজে/