ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বিএনপি ও এক-এগারোর কুশীলবরা ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:২০ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার

বিএনপি ও এক-এগারোর কুশীলবরা এক হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যখন উন্নয়নের মহাসড়কে, যখন দেশের জনগণের মধ্যে শান্তি বিরাজ করছে ঠিক তখন এক-এগারোর কুশীলবরা রাজনৈতিক অঙ্গনে তৎপর হয়ে ঘোলা পানিতে মাছ শিকারের মতো অশুভ খেলায় মেতে উঠেছে। বিএনপি এক এগারোর সেই কুশীলবদের সঙ্গে হাত মিলিয়ে নতুন কোনও ষড়যন্ত্রের জাল বোনা যায় কিনা, সেই চক্রান্ত করে যাচ্ছে।’

ড. কামাল হোসেনের  একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘তার কাছে জানতে চাই গুণ্ডাতন্ত্র কাকে বলে? চোখ উপড়ে ফেললো আমাদের ছেলের আর ভিন্ন উদ্দেশ্যে তাকে হাইজ্যাক করে উল্টো আমাদের বিরুদ্ধে চোখ উপড়ে ফেলার অভিযোগ দেওয়া হলো। আক্রান্ত হলাম আমরা, অথচ দেশে-বিদেশে সুপরিকল্পিতভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করতে আমাদের আক্রমণকারী হিসেবে চিহ্নিত করা হলো।’

রাজনৈতিক বিরোধী শক্তির উদ্দেশে ওবাইদুল কাদের বলেন, ‘আমরা জানি আপনারা কোথায় কোন মিটিং করছেন। মিটিং দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। প্রথম প্রহরে হচ্ছে, মধ্য প্রহরে হচ্ছে, শেষ প্রহরে হচ্ছে, রাতের অন্ধকারে হচ্ছে। সরকার কিছুই জানে না- সেটা ভাবলে বোকার স্বর্গে বাস করছেন। সবকিছুই আমরা জানি। সবকিছু সরকারের নজরদারিতে আছে। কত ষড়যন্ত্র হয়েছে, কত বৈঠক হয়েছে। ব্যবস্থা নিলে কারো জেলের বাইরে থাকার কথা ছিল না। কিন্তু আমরা ধৈর্য ধরছি।’

ওবায়দুল কাদের আরও বলেন,‘তারা সরকার হটানোর চক্রান্তের অংশ হিসেবে ঢাকা অচলের কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। ঢাকা অচল করার মাধ্যমে তারা বাংলাদেশ অচল করতে চেয়েছে। কিন্তু তাদের অতীদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। এই অপপ্রয়াস ভেস্তে যাবে। ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পথে।এখানেও তাদের মিশন ফেল। আর কত ষড়যন্ত্র চক্রান্ত করবে?’

তিনি বলেন, ‘যত অপবাদ আসুক, যতই ষড়যন্ত্র হোক, কাজ করে দেশের উন্নয়ন করে তার জবাব দেবো। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে যতটা সম্ভব সহনশীল হবো।কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’

জাতিসংঘের বিবৃতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘জাতিসংঘকে আমরা জানিয়েছি—এটা অপপ্রচার।’

মঙ্গলবার বিকেলে ঢাকায় বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি কূটনীতিকদের ব্রিফ করতে চায়, করুক। তারা তো এটা করেই যাচ্ছে। এটা তাদের রেগুলার প্র্যাকটিস। নালিশ করা তাদের অভ্যাস। দেশে যখন আন্দোলন হয় তখন বিদেশিদের কাছে নালিশ করে। এটা তাদের পুরনো অভ্যাস।’

চিহ্নিতদের আইনের আওতায় আনতে তদন্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ভালো করে বিষয়টি তদন্ত করছি। আটঘাট বেঁধে তদন্ত হচ্ছে। যাতে জালে ধরা পড়ে আবার বেরিয়ে যেতে না পারে।’

কেআই/ এসএইচ/