কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিত : ০৮:৪১ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গুলি ও পিস্তল উদ্ধার করেছে র্যাব।
নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন মেজর আতাউর রহমান।
র্যাব জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদ পেয়ে র্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফারুক।
একে//