ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মো. মঞ্জুরুল আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দীঘিনালা থানার ওসি মো. আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা সদরের পোমাংপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত যুবক একই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ও দুই সন্তানের জনক। তার বিরুদ্ধে দীঘিনালা থানায় চাঁদাবাজির একটি মামলা রয়েছে। ওই মামলায় তিন মাস কারাগারে ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মঞ্জুর বন্ধুদের সঙ্গে পোমাংপাড়া স্কুল মাঠে বসে তাস খেলছিলেন। এ সময় একদল অস্ত্রধারী তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ওসি মো. আব্দুস সামাদ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতের মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ২৩ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে।  তবে কেন হতাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এ ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানান ওসি।

একে//