ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জেরার মুখে ইমরান খান

প্রকাশিত : ১০:০৭ এএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

নিজের পদে বসতে আরও কয়েকদিন বাকি। এরই মধ্যেই বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে পাক সরকারের আর্থিক ক্ষতির অভিযোগ তোলা হয়েছে। হবু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে ৭২ ঘন্টারও বেশি সময় ধরে হেলিকপ্টার উড়িয়েছেন তেহরিক-ই-ইনসাফ প্রধান।
সেই অভিযোগেরই তদন্ত করছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) বা ন্যাব।

সূত্রের খবর, খাইবার পাখতুনখোওয়া প্রদেশে ২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে ইমরানের দল পিটিআই। সেখানেই ৭২ ঘন্টারও বেশি সময় ধরে সরকারি হেলিকপ্টার চালিয়ে সরকারের প্রায় ২১ লক্ষ টাকা ক্ষতি করেছেন ইমরান খান। এ বলেই অভিযোগ। আর সেই অভিযোগেই মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ন্যাব।
৩ আগস্ট এই জিজ্ঞাসাবাদের জন্য তাকে সমন পাঠায় ন্যাব। বলা হয় ৭ আগস্ট তাকে জেরা করা হবে। সেই হিসেবে মঙ্গলবার ইমরানকে ন্যাবের জেরার মুখে পড়তে হয় তাকে। সরকারিভাবে তিনি যে হেলিকপ্টারটিতে চড়েছিলেন, তাতে তিনি চড়তে পারেন না বলে জানানো হয়েছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন হেলিকপ্টারটি। তাও ৭২ ঘন্টারও বেশি সময়ের জন্য।
ইমরান ও তার আইনজীবীদের মোট ১৫টি প্রশ্ন করা হবে বলে জানা যায়। এই প্রশ্নগুলির উত্তর আগামী ১৫ দিনের মধ্যে দিতে হবে ইমরান খানকে। ন্যাবের পেশোয়ারের দফতরে ইমরান খানের আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়য়। ঘন্টাখানেক ন্যাবের দফতরে থাকার কথা তার। তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে ফাঁসানো হচ্ছে। এর আগে, ১৮ জুলাই তাকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু সেদিন আসতে পারেননি তিনি। তার আইনজীবী উপস্থিত থেকে পরবর্তী একটি দিনের জন্য আবেদন করেছিলেন। তারপর ৭ আগষ্টের দিন চূড়ান্ত ঘোষণা করা হয়।
এসএ/