ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৪১ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার

প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে ড. অনুপম সেনসহ পাঁচ বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয়ার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের, প্রকৌশল অনুষদের ডিন অনিল কান্তি ধর ও প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী। গত ২৮ জুলাই ড.অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচজনকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠানো হয়।