ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মধ্যযুগীয় প্রাচীন নিদর্শন নবরত্ন মন্দির অবহেলায় পড়ে রয়েছে

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

পাকা রাস্তা, নিরাপত্তা প্রাচীর, বিদ্যুৎ ও পয়োঃনিস্কাশন ব্যবস্থা না থাকায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবহেলায় পড়ে রয়েছে মধ্যযুগীয় প্রাচীন নিদর্শন নবরত্ন মন্দির। বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকা এই মন্দিরটি রক্ষানাবেক্ষণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পুর্বপাশ ধরে কিছুটা এগোলেই হাটিকুমরুলের ছায়া সুনিবির শান্ত পরিবেশে অবস্থিত নবরত্ন মন্দির।

১৬৬৪ সালে রাজস্ব ফাঁকি দেয়ায় দিনাজপুরের মহারাজা সুখদেবকে বন্দী করতে নায়েবে দেওয়ান রামনাথ ভাদুরীকে দিনাজপুর পাঠান মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি খান। খবর পেয়ে মহারাজা সুখদেব নায়েবে দেওয়ান রামনাথকে লক্ষাধিক টাকা উপহার দেন। সেই টাকায় রামানাথ ভাদুরী নিজ গ্রামে নির্মাণ করেন মন্দিরটি। বর্গাকার এই মন্দিরের চার দিকে আয়তন ১৫ দশমিক ৪ মিটার। পোড়া মাটি দিয়ে লতাপাতা ফলমূল এবং দেবদেবীর ফলক খচিত তিনতলা এই মন্দিরে চুড়া রয়েছে নয়টি। বর্তমানে এটি প্রতœতত্ত অধিদপ্তরের অধীনে।

এ মন্দিরটিতে বর্তমানে আরাধনা না করা হলেও মনোবাসনা পুরনের তীর্থস্থান হিসেবেই অন্তরে লালন করেন সনাতন ধর্মালম্বীরা।

নিরাপত্তা প্রাচীরের পাশাপাশি পর্যটকদের দৃষ্টি কাড়তে শোভা বর্ধন, রাস্তা পাকাকরণ, আলো ও বসার ব্যবস্থার জন্য কার্যকরী পদক্ষেপ দাবী পর্যটকদের।

পুরাকীর্তিটি যথাযথভাবে সংস্কার ও পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী এই শিক্ষাবিদের।

মুসলিম শাসনামলের হিন্দু স্থাপত্যের প্রাচীন এই স্থাপনাটি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনই প্রত্যাশা স্থানীয়দের।