ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

আউটার রিং রোড প্রকল্পের কাজ ৩০ শতাংশ শেষ

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ৩০ জুলাই ২০১৬ শনিবার

চট্টগ্রামের উপকূলীয় এলাকায় আউটার রিং রোড প্রকল্পের কাজ ত্রিশ শতাংশ শেষ হয়েছে। ২০২০ সালের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিকেলে প্রকল্পের কাজ পরিদর্শন করে তিনি বলেন, আউটার রিং রোডের কাজ শেষ হলে নগরীর যানযট অনেকটা কমে যাবে। সেই সাথে বন্দর ও  ইপিজেড থেকে পণ্যবাহী ট্রাক এ সড়ক দিয়ে দ্রুত  বিভিন্ন স্থানে চলে যেতে পারবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ১৮শ কোটি টাকা ব্যায়ে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। জাইকা ও সিডিএর অর্থায়নে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ সড়ক পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে গিয়ে শেষ হবে।