হামলাকারীদের বিচারের অাওতায় অানা হবে : কামরুল ইসলাম
প্রকাশিত : ০২:৫১ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার
যারা সাংবাদিকদের হামলা করেছে অাইন শৃংখলা বাহিনী তাদের চিহ্নিত করে বিচারের অাওতায় অানবে- বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
অাজ বুধবার, সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, অাইন শৃংখলা বাহিনী ধৈর্য্যের পরিচয় দিয়েছে। তবে ভবিষ্যতে অার ধৈর্য্যের পরিচয় দিবে না।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মদিন উপলক্ষে এ সমাবেশের অায়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। অায়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন অরুন সরকার রানা।
খাদ্য মন্ত্রী বলেন, কোমলমতি ছাত্রদের অান্দোলনকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের মধ্যে যে দলটির জন্ম সেই দলটি এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, সম্প্রতি সুজন সম্পাদক ড. বদিউল অালমের মোহাম্মদপুরের বাসায় বৈঠকে যে ষড়যন্ত্র হয়েছে তাও তদন্তের অাওতায় অানা হবে।
মার্কিন রাষ্ট্রদূতের গাড়ীতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এ্যাড. কামরুল ইসলাম বলেন, এ হামলা নিন্দাযোগ্য। তবে তিনি কেন বদিউল অালম মজুমদারের বাড়ীতে গিয়েছিলেন তা তদন্ত করে দেখতে হবে।
সুজন সহ অন্যান্য সকল এনজিওগুলোর কার্যক্রম খতিয়ে দেখার জন্যও অাহবান জানান খাদ্যমন্ত্রী। এনজিওগুলো বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রাপ্ত অর্থ কোন খাতে ব্যায় করে তাও তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করেন খাদ্যমন্ত্রী।
ভবিষ্যতে যেন কোন অপতৎপরতায় এরা ভূমিকা রাখতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার অাহবান জানান খাদ্যমন্ত্রী।
অাঅা/এসএ/